Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়িতে হামলা-ভাঙচুর মহিলাসহ আহত ৪

জমি সংক্রান্ত বিরোধের জের

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা পূর্বপাড়া মীরবাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের হাজী মীর হাদিছ মিয়ার সাথে প্রতিবেশী মীর উজ্জল ও মোহাম্মদ গংদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মীর উজ্জলের লোকজন হাদিছের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে উত্তেজিতরা হাদিছের অন্তঃসত্ত্বা মেয়ে মারিয়াম আক্তারসহ স্ত্রী সুফিয়া আক্তার, ছেলে এনামুল হক ও মাইনুল ইসলামকে আহত করে। গুরুতর আহত মারিয়াম আক্তারকে কিশোরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ