Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডিশ ব্যবসায়ী রুবেল হত্যাকান্ড

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলায় ডিশ ব্যবসায়ী রুবেল হত্যার প্রধান আসামি বাদল চোকদার ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার সুতারপাড়া হলের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল থেকে বের হয়ে দোহার-ঢাকা আন্তঃজেলা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় সড়কের দুদিকে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। গত ১১ জানুয়ারি বুধবার রাত ১০টার দিকে ডিশ ব্যবসায়ী রুবেল মোল্লার সাথে প্রতিপক্ষ বাদল চোকদারের সাথে ডিশ ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বাদল চোকচার ও সহযোগিতারা রুবেল মোল্লাকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে হত্যাকা-ের ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারীদের আটক করতে পারেনি। ফলে নিহতের স্বজন ও এলাকাবাসীরা আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় নিহতের বড় ভাই অটল মোল্লা অভিযোগ করে বলেন,  পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বাদল চোকদার, আওলাদ, সেলিম ও তার সহযোগীরা মিলে রুবেলকে টাকা দিবে বলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাস্তার উপর ফেলে উপর্যুপরী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ জানান, হত্যাকা-ের সাথে জড়িতরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। হত্যাকারীদের আটকের জন্য সর্বোচ্চ অভিযান অব্যাহত আছে। যে কোন সময় তারা গ্রেফতার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ