Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়স্ক ভাতাবঞ্চিত বিধবা দুই বৃদ্ধা বোনের গল্প

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউপির কাশিপুর গ্রামের বিধবা নিঃস্ব এবং শারীরিকভাবে অক্ষম দুই সহোদরা বৃদ্ধা বোন বয়স্ক ভাতা ও বিধবা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কাশিপুর গ্রামের পূর্ব পাড়ার দুই বোন রাবিয়া খাতুন (৭৩) ও সামছুন নাহার (৬৮) শারীরিকভাবে কাজ-কর্ম করতে অক্ষম। তারা বিধবা ও নিঃস্ব। তারা কখনও বয়স্ক ভাতা, বিধবা ভাতা  কিংবা সরকারের কোন প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাদের পিতা ভূমিহীন রহমত আলী ঘরজামাই হিসেবে তাদের নানার বাড়ির ঘর ভিটিতে বসবাস করত এবং কৃষি শ্রমিক হিসেবে সংসার চালাত। শিশু বয়সেই তারা তাদের মাকে হারান। গত ২০ বছর পূর্বে তাদের বাবা মারা যায়। বড় বোন রাবিয়া খাতুনের বিয়ে হয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতীর খাঞ্জানগর গ্রামে। নিঃসন্তান রাবিয়া খাতুনের স্বামীর মৃত্যুর পর তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিলে সে মায়ের গ্রামের বাড়ি কাশিপুরে চলে আসে। প্রায় ৩০ বছর যাবত এখানে স্থায়ীভাবে বসবাস করছে। ছোট বোন সামছুন নাহারের বিয়ে হয় লাকসাম উপজেলার নাওটি গ্রামে। স্বামীর মৃত্যুর পর স্বামীর কোন সম্পত্তি না থাকায়  সেও ১৬ বছর পূর্বে মায়ের গ্রামের বাড়িতে চলে আসে। তার একটি শারীরিক প্রতিবন্ধী ছেলে রয়েছে। বর্তমানে রাবিয়া খাতুন ও সামছুন নাহার উভয়ে শারীরিক অসুস্থতা ও বয়স্কজনিত কারণে কাজকর্ম করতে অক্ষম। দীর্ঘদিন থেকে তারা গ্রামে-গ্রামে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছে। দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান এন কে সিরাজুল আলমের সাথে কথা বললে তিনি জানান, অসহায় ও বয়স্ক মহিলারা আমার সাথে যোগাযোগ করলে এবং তাদের সঠিক বয়স হলে আমি বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার ব্যবস্থা করে দেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ