Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১:২৫ পিএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : জেলার কুলিয়ারচর উপজেলায় বাসচাপায় ফাহিম (১১) নামে স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জহিরুল ইসলাম মেডিকেল কলেজ সড়কের রামদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম বাবুলুরচর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন জানান, ফাহিম সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে রামদি এলাকায় পৌঁছতেই পেছন থেকে একটি একটি বাস তার সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মগবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ