Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদুল্যাপুরে নিখোঁজ আ’লীগ ও যুবদল নেতা দিনাজপুরে উদ্ধার

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১১:৪১ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : নিখোঁজ হওয়ার ১১ দিনপর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আওয়ামী লীগ নেতা প্রিন্স ও যুবদল নেতা শাপলাকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত রাতে দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকা তাদের উদ্ধার করা হয়।

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক

আওয়ামী লীগ নেতা প্রিন্স ও শাপলা জানান, রাতে অপহরণকারীরা তাদের দুই জনকে খোলাহাটি এলাকায় রেখে যায় । বিষয়টি তারা পরিবারকে জানালে রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কারা তাদের অপহরণ করেছিলেন সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ