Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহকারী উপ-পরিচালকের বিরুদ্ধে দ্বিতীয় দফা তদন্ত শুরু

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মোস্তফা মাজেদ, ঝিনাইদহ : ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাবেক সহকারী উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে দ্বিতীয়দফা তদন্ত শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম তদন্ত করেন। এর আগে গত বছরের ২৪ আগস্ট ডিএডি আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানি, ঘুষবাণিজ্য ও উত্ত্যক্তসহ যৌন নিগ্রহের অভিযোগ তদন্ত করতে ঝিনাইদহে আসেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (সংস্থাপন) নাসরিন পারভিন নুপুর। তিনি তদন্ত করে রিপোর্ট প্রদান করেন। অভিযোগ পাওয়া গেছে, চাকরি বাঁচাতে ওপর মহলে তদ্বির করে আবারো দ্বিতীয় দফা তদন্তের আয়োজন করেন সহকারী উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার। দ্বিতীয় দফার রিপোর্টটি পুরোপুরি তার পক্ষে নেবার জন্য মীমাংসিত বিষয়টি নতুন করে আবারো তদন্ত করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তা আবজাউল আলম শুক্রবার সাংবাদিকদের জানান, নিরপেক্ষ ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। উভয়পক্ষের তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে। তিনি দ্রæত রিপোর্ট দিবেন বলে জানান। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদের কাছে তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, গোপন তদন্তের বিষয়ে আপনারা কিভাবে খবর পেলেন? তিনি সাংবাদিকদের উপদেশ দিয়ে বলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, কোন প্রমাণ থাকলে চেয়ে নেয়া হবে। সহকারী উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগকারী রোখসানা জানান, আমি বিষয়টি ডিজি সাহেবকে লিখিত জানিয়েছিলাম। প্রথমে একবার তদন্ত হয়েছে। পক্ষপাতিত্ব নয়, আমি ন্যায় বিচার চাই। উল্লেখ্য পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে বেপরোয়া ঘুষ আদায়, মানুষের সাথে চরম দুর্ব্যবহার, দুর্নীতি ও অফিসের নারী কর্মচারী রোখসানাকে কুপ্রস্তাব দেয়ার কারণে মোতালেব সরকারকে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসে বদলি করা হয়। সে সময় ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পদায়ন (চ: দা:) করা হয় রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিএডি ফরিদ উদ্দীন আহমেদকে। কিন্তু ফরিদ উদ্দীনকেও ২-৩ মাস পর বদলি করা হয়। বর্তমান সহকারী পরিচালক হিসেবে বজলুর রশিদকে পদায়ন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, একাধিক কর্মকর্তার বদলি হলেও ঝিনাইদহ পাসপোর্ট অফিসে ঘুষ বন্ধ হয়নি। বরং ঘুষের রেট ৮শ’ থেকে বৃদ্ধি করে ফাইল প্রতি ৯’শ টাকা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহকারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ