রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আখাউড়ায় দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আখাউড়া উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মশালা চললে দুপুর ১টা পর্যন্ত। এতে আখাউড়া উপজেলার ৩৩ জন দলিল লেখক অংশ নেন। কর্মশালায় দলিল লেখার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন আখাউড়া সাবরেজিস্ট্রার শঙ্কর কুমার ধর ও কসবা সাবরেজিস্ট্রার আহসানুল হাবিব। এই প্রথম দলিল লেখকদের এ রকম কর্মশালা অনুষ্ঠিত হয়। আখাউড়া সাবরেজিস্ট্রার শঙ্কর কুমার ধর বলেন, সরকারের অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ হলো রেজিস্ট্রেশন বিভাগ। এ বিভাগের যারা দলিল লেখক আছেন তাদের কোনো প্রশিক্ষণ পূর্বে দেয়া হয়নি। বর্তমানে দলিলের মানোন্নয়ন ও বিভিন্ন রেজিস্ট্রেশন আইন সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।