Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচ দিনের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে পাঁচ দিনের এক কন্যাশিশুকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির মাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার একটি টিনশেড বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার ভাড়াটিয়া গৌরাঙ্গ দাসের ঘর থেকে তার ৫ দিনের শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়। বাড়িতে গৌরাঙ্গ দাসের স্ত্রী অঞ্জনা ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আরো জানান, শিশুটির লাশ উদ্ধার করার পর গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই শিশুটির মা অঞ্জনা বেগমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অঞ্জনা শিশুটি অসুস্থ ছিল বলে জানিয়েছেন। অঞ্জনাকে আটক করা হয় জানিয়ে পুলিশের এই উপ-পরিদর্শক বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, গৌরাঙ্গা দাস দম্পতির আরো তিনটি কন্যাসন্তান রয়েছে। আবারও কন্যাসন্তানের জন্ম হওয়ায় অঞ্জনার সাথে তার ঝগড়া হয়েছে। হয়তো সেই ক্ষোভে অঞ্জনা শিশুটিকে গলা টিপে হত্যা করতে পারে। শিশুটির বাবা আশুলিয়ার দোসাইদ এলাকায় একটি কামারের দোকানে কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ