Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ পড়ুয়া ছাত্র নিহত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ৫:৫২ পিএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে সজল (২২) নামের কলেজ পড়ুয়া ছাত্র খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত আমজাদ আলীর স্ত্রী আজু মালা ও ইব্রাহীমের স্ত্রী লাইলী নামের দুই মহিলাসহ মোতালেবের ছেলে আল-আমীনকে আটক করেছে নকলা থানার পুলিশ। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামের চাড়িয়ানাপাড়ায় ওই ঘটনাটি ঘটে। নিহত সজল ওই এলাকার সুলতান মিয়ার ছেলে এবং শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোতালেবের সাথে সুলতানের দ্বন্ধ চলে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে মোতালেব তার তিন ছেলে ইসমাইল, ইব্রাহীম ও আল-আমীন; তার বোন টিকরা কান্দির আমজাদ আলীর স্ত্রী আজু মালা এবং তার ছেলের (ইব্রাহীমের) স্ত্রী লাইলীকে নিয়ে জোর পূর্বক জমি দখল করতে গেলে সুলতান ও তার ছেলে সজল বাধা দেয়। তখন তর্কাতর্কির এক পর্যায়ে মোতালেব বাঁশের লাঠি দিয়ে সজলের মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই সজল মৃত্যু বরণ করে। এবিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানালেন নকলা থানায় ওসি গোলাম হায়দার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ