Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদুল্যাপুরে নিখোঁজ চারজনের দুজন সৈয়দপুরে উদ্ধার

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১:৪৮ পিএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নিখোঁজ চার নেতার মধ্যে দুজন নীলফামারীর সৈয়দপুর থেকে উদ্ধার হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস থেকে সৈয়দপুর শহরে তাদের নামিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভোরে তারা সাদুল্যাপুরের নিজ বাড়িতে এসে পৌঁছান।
এরা হলেন- সাদুল্যাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান জিম মণ্ডল ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ইসলাম সাদেক।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুর কায়েস দুজন উদ্ধার ও বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে জিম ও সাদেক মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাচ্ছিলেন। পথে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
অপরদিকে, দুই নেতার সন্ধান মিললেও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা এখনো নিখোঁজ রয়েছেন। ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন স্বজনরা।
তাদের সন্ধান দাবিতে সাদুল্যাপুরে হরতাল-অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্বজন-সহকর্মী ও এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ