বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মাদক ব্যবসায়ী ছেলের পর এবার ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেফতার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান জিলানী। মঙ্গলবার রাতে স্থানীয় থানা পুলিশ জিলানী ও তার অপর সহযোগী মাদক ব্যবসায়ী সামসাদ শাকিলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও কয়েকশ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে স্থানীয় মাদক ব্যবসায়ী ও অপরাধীদের তথ্য ও তালিকা পুলিশকে সরবরাহ করা নৈতিক দায়িত্ব হলেও জিলানী নিজের পুত্রের নাম আড়ালে রাখতেন। উল্টো মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে নিয়মিত মাসোহারা নিতেন। শুধু তাই নয়, ক্যাম্পে পুলিশের অভিযানের তথ্য অপরাধীদের কাছে পৌঁছে দিত। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি চেয়ারম্যান জিলানী। কয়েক মাস আগে মাদকদ্রব্যসহ তার পুত্র গোলাম রাব্বানীকে গ্রেফতার করে পুলিশ। সময়ের ব্যবধানে গ্রেফতার হন জিলানী নিজেও।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই পিযুষ কান্তি গত রাতে ইনকিলাবকে জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল জিলানীকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অন্যদেরও গ্রেফতার করা হবে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের গডফাদার ও খুচরা ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা জানান, এখন বহু মামলার আসামি মাছুয়া সাঈদ গ্রেফতার হলেই ক্যাম্পটি মাদকমুক্ত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।