বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অচলাবস্থা বিরাজ করছে। সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মনে ক্ষোভ হতাশা থেকেই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে তারা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ এনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাঁর নিজের খেয়াল খুশিমতো প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে নানাভাবে দুর্নীতি ও অনিয়ম করছে। যার মধ্যে তিনজনকে নিয়ম ভঙ্গ করে চাকরি দিয়েছেন। এখন আবার তাদের চাকরি নিয়মিত করার পায়তারা করছে। প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘আমরা করবো জয়’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হলেও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবার তা প্রকাশ করেন নি। অভিযোগে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক তার কক্ষ থেকে জাতির পিতার ও প্রধানমন্ত্রী ছবি নামিয়ে ফেলেছেন। তিনি প্রতিবন্ধীদের সাথে প্রায়ই দুর্ববহার করেন এবং ৩৫টি নতুন প্রতিবন্ধী সেবা কেন্দ্র খোলার নির্দেশ থাকলেও তা খুলছেন না। এভাবে ৪৪টি অভিযোগ আনা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের বিরুদ্ধে। এসব কারণে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা বিরাজ করছে বলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।