Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে র‌্যাব-১৩ এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড় বাজারের মেডিসিন রোডের ওষুধ মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালন করেছেন র‌্যাব-১৩। মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ড্রাগ র্অথরেটি রেজিস্টার বিহীন ওষুধ, ভারতীয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ৪ ঔষধ ফার্মেসীকে মোট ৩ লক্ষ ১০ হাজার জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১১.৪০ মিনিট থেকে বিকেল ৩.৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন  ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ওষুধ ও ডিএআর নম্বর বিহীন ওষুধ ও ভারতীয় নিষিদ্ধ ওষুধ  রাখায় পঞ্চগড় বাজারের সাজু ড্রাগ হাউজকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ-, সাহেরা ফার্মেসীকে ৫০ হাজার টাকা, সাজু ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইসলাম ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও র‌্যাব সদর দপ্তরের এক্স্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার। এসময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেনসহ ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আদালতের সিন্ধান্ত মোতাবেক জব্দকৃত ওষুধ খোলা জায়গায় পুড়িয়ে ফেলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ