Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলামী অরবী বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের অনেক বড় অবদান

সিরাতুন্নবী (সা.) মাহফিলে অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : নবীজির (সা.) সিরাত অনুসরণেই মানব জাতির শান্তি ও মুক্তি। ইসলাম তথা কুরআনে এমন কিছু নেই- যার সমাধান দেয়া হয়নি। মিথ্যা অপবাদ-অপব্যাখা দিয়ে ইসলামকে শেকলবন্দি রাখতে চায় একটি গোষ্ঠী। ইসলাম সেকেলের নয়। ইসলাম কালজয়ী ও সর্বাধুনিক। ইসলামী অনুশাসন মেনে সব কাজ করার অধিকার পুরুষদের পাশাপাশি নারীদের দিয়েছে ইসলাম। নবী (সা.) এর ৬৩ বছর জিন্দেগানিই তার প্রমাণ। অধ্যাপক কাদেরী বলেন, ইসলামী অরবী বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের অনেক বড় অবদান। আগে মাদরাসা শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হত। এখন মাদরাসা শিক্ষার্থীরা সরাসরি ইসলামী অরবী বিশ্বদ্যিালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে পারবে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে কক্সবাজার ইসলামিয়া আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিলে আলোচনা করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী। মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে তিনি প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন। অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী বলেন, ইসলামকে খ-িত ভাবলে চলবে না। ইসলামের পুরোপুরি বিধি-বিধান মেনে চলতে হবে। তাহলেই ইহকাল ও পরকালে শান্তি আসবে। একই দিন বিকেলে অনার্স প্রথম ব্যাচের ছাত্রীদের বিদায় ও নবাগতদের বরণ করা হয়। শিক্ষক আসাদুল ইসলামের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাবিদ মমতাজ উদ্দিন কাদেরী বলেন, শিক্ষকরা স্বপ্নের ফেরিওয়ালা। তারা স্বপ্ন দেখাবেন। আর শিক্ষার্থীরা বাস্তবায়ন করবে। তিনি মনে করেন, ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখলে হবে না, জাগ্রত স্বপ্ন দেখতে। জাগ্রত স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারলেই জীবনের স্বার্থকতা। ভাষাগত দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে অধ্যাপক কাদেরী আরো বলেন, বিশ্বায়নের যুগে নিজেকে এগিয়ে নিতে ভাষাগত দক্ষতার বিকল্প নেই। মাতৃভাষার পাশাপাশি অন্তত: আরো দুইটি ভাষা রপ্ত করতে হবে। না হলে প্রতিয়োগিতা থেকে ছিটকে পড়তে হবে। অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে ভয়কে জয় করে এগুতে হবে। সংসারে গেলে ‘আদর্শ মা’ হতে হবে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ নূরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা আজম মোবারক উল্লাহ, শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি প্রবীণ সাংবাদিক মুহাম্মদ শামসুল হক শারেক, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবদুর রহিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ