Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীরিহ কৃষকদের ফসলি জমি, বসতভিটা ও সরকারি রাস্তা জোরপূর্বক দখল এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়ার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে তারা। বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে জাহেদ আলী, আমির হোসেন, সিরাজুল ইসলাম, বিউটি আক্তার কুট্টি, মহিউদ্দিন, শাহিন খানসহ সহ¯্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় ভুক্তভোগী জাহেদ আলী বলেন, ‘আমার মাটি আমার মা, কেড়ে নিতে দিব না’, ‘রক্ত দিব জীবন দিব, তবুও বসতবাড়ি ও ফসলি জমি দিব না’। ভুমিদস্যু ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং নীরিহ কৃষকদের ফসলি জমি, বসতভিটা ও সরকারি রাস্তা জবরদখলের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। ভুক্তভোগীদের অনেকে কান্নাজড়িত কন্ঠে বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসীরা আমাদের ফসলি জমি, বসতভিটা ও সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান করে যাচ্ছে। আমরা বাঁধা দিলেও তারা কর্ণপাত করছে না। ভ্ক্তুভোগী এলাকাবাসীর উপর কুখ্যাত সন্ত্রাসী বজলু, শরীফ, সমসেরসহ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মামলা নেয়নি। সন্ত্রাসীরা অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্বগ্রাম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় নীরিহ কৃষকদের ফসলি জমি, বসতভিটা ও সরকারী রাস্তা জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করলে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা হামলায় চালায়।  সে সময় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন এলাকাবাসী আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ