Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়কালে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় গুলিবিনিময়ের পর মঙ্গলবার গভীর রাতে শাকিল (২৬) নামে এক সন্ত্রাসীকে পুলিশ আহত অবস্থায় গ্রেফতার করেছে। এসময় তার নিকট একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী শাকিল তার সহযোগীদের নিয়ে রাত আড়াইটার দিকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মুন ছাত্রাবাস এলাকায় ছিনাতাইসহ সন্ত্রাসী কর্মকা-ের জন্য অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ শর্টগানের রাবার বুলেট ছোড়ে। এতে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শাকিল পিস্তল ও গুলিসহ আহত অবস্থায় আটক হয়। পুলিশ জানায়, শাকিলের বাড়ি বগুড়ার কলোনি চকফরিদ এলাকায়। তার বিরুদ্ধে শাজাহানপুর ও বগুড়া থানায় একাধিক হত্যা, ছিনতাইসহ নানা সন্ত্রাসী ঘটনায় ১২টি মামলা রয়েছে বলে বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ