Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ভুয়া মুক্তিযোদ্ধা অরবিন্দুর সনদ বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার তেরখাদা উপজেলার অরবিন্দু প্রসাদ সাহার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। গত ১২ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছে এলাকাবাসী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই কৌশলে মুক্তিযোদ্ধা সনদ করিয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় সমীর কুমার সাহা বলেন, অরবিন্দু প্রসাদ সাহা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সরকারি অনুদান গ্রহণপূর্বক সরকারি অর্থ আত্মসাত করছেন। এলাকার কেউ তাকে মুক্তিযুদ্ধ করতে দেখেনি। তিনি ভুয়া সনদ ব্যবহার করে সমাজের অনেক লোককে প্রতারিত করে বহু অবৈধ সম্পদের মালিক হয়েছেন। যা তার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সরকারি চাকরিতে আবেদন বা যোগদানকালে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে সক্ষম হননি। কারণ মুক্তিযোদ্ধা হিসেবে তার কাছে কোন প্রমাণ ছিল না। ভারতীয় মূল তালিকায় অরবিন্দু প্রসাদ সাহার নাম, যোদ্ধা নম্বর ও ক্রমিক নম্বরও নেই। তিনি কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন তাও বলতে পারবেন না, কারণ তিনি ভুয়া। তিনি ভারত-বাংলাদেশের কোন সেক্টরে ট্রেনিং নিয়েছিলেন তাও বলতে পারবেন না। মুক্তিযুদ্ধের সময় তার নামে ইস্যুকৃত কোনো অস্ত্রের নাম ও বা অস্ত্র নম্বর বলতে পারবেন না। ১৯৭১, ১৯৮৬ ও ১৯৮৩ সালে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসুদেব সাহা, স্বপন কুমার সাহা, তাপস সাহা, মিহির সাহা, বাপ্পা সাহা, সুবীর সাহা, খোকন সাহা, শিশির সাহা ও অচিন্ত্য সাহা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ