Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে ভুয়া ডাক্তারের ৬ মাসের জেল তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা :  বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি ক্লিনিক ও একটি বেকারিতে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একজন ডিগ্রিবিহীন ডাক্তারের ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন গতকাল বুধবার  বেলা ২টায় এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মেমোরিয়াল হাসপাতালকে ৪০ হাজার টাকা ও রাইসা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্বাস্থ্য সেবার নামে প্রতারণা, দক্ষ নার্স, প্যাথলজিস্ট ও ডাক্তার না থাকায় এই অর্থদ- দেয়া হয়। এ সময় রহিমা মেমোরিয়াল হাসপাতালে কর্তব্যরত কথিত ডাক্তার মো. আবুল কালাম (৫০) কে ছয় মাসের কারাদ- দেন।
কালিকাবাড়ি গ্রামের মানিক গাজীর ছেলে এই আবুল কালামের সর্বোচ্চ শিক্ষাগতযোগ্যতা এসএসসি পাশ বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন জানান। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে মোরেলগঞ্জ বেকারিকে ২০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে শহরের সকল ওষুধের দোকান, বেকারি ও খাবার হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এতে কয়েক ঘণ্টার জন্য শহরে অনেকটা হরতালের রূপ দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ