Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ব্রিটিশ নাম্বার প্লেটযুক্ত বিএমডব্লিউ গাড়ি জব্দ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী  থেকে ব্রিটিশ নম্বরসহ বিএমডব্লিউ এক্স ৫ গাড়ি জব্দ করেছে শুল্ক  গোয়েন্দারা। মঙ্গলবার রাতে বনানীর  রোড ২৫এ-এর ৪৬ নম্বর আকাশ প্রদীপ নামে বড়ির  বেসমেন্ট  থেকে গাড়িটি উদ্ধার হয়।  
গাড়িটিতে  অদ্ভুত নম্বর  প্লেট ব্যবহার করে চলাচল করার অভিযোগ ছিল। গাড়িতে থাকা অদ্ভুত নম্বর  প্লেট-এর সূত্র ধরে নজরদারির পর এই অভিযান চালানো হয়। একটি কালো রঙের নম্বর  প্লেটে
ণঋ-০৫চঠঞ নম্বরটি  লেখা ছিল। নম্বরটি ব্রিটিশ এবং তা পরিবর্তন না করে ঢাকায় চলাচল করত।
কারনেট সুবিধায় গাড়িটি ২০১১ সালে এদেশে আনা হয়েছিল। কারনেটের  মেয়াদ  শেষ হলেও গাড়ির মালিক তা জমা  দেননি। এ বিষয়ে একাধিক  নোটিশ  দেয়া হয়েছিল। গাড়ি আমদানির সময় ওই ব্যক্তি ইউকে-তে বসবাস করেন এমন তথ্য দিয়েছিলেন। গাড়িটি ব্যবহার করছেন  মোহাম্মদ মুহসিন আলম নামে এক ব্যক্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ