Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.) ও আহলে বায়তের প্রতি মুহাব্বাত রাখা হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বাত রাখা-মৌলভীবাজারে সাইয়্যিদ আব্দুল্লাহ আল মাক্কী

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সংবাদদাতা : হযরত মুহাম্মদ (সা.) এর বংশধর সাইয়্যিদ হাবিব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ আল মাক্কী গত (১৭ জানুয়ারি) মঙ্গলবার মৌলভীবাজার সফর করেছেন। তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আনজুমানে আল ইসলাহ ইউকের সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফিয সাব্বির আহমদের বাড়িতে আমন্ত্রিত হয়ে তিনি মঙ্গলবার বিকাল ৩টার দিকে মৌলভীবাজারে আসেন। আসার পথে রাজনগর ডিগ্রি কলেজ পয়েন্টে মৌলভীবাজার তালামীযের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান ও মোটর শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে নিয়ে আসেন। পরে তিনি দুসাই রিসোর্টে কিছু সময় বিশ্রাম নেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন সিলসিলা ইসলামিক সোসাইটি কভেন্ট্রি ইউকের পরিচালক আলহাজ মো. জসিম উদ্দিন, মো. মুজাহিদ খান ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান।
বাদ মাগরিব ও বাদ এশা পৃথকভাবে শহরের পশ্চিমবাজার বায়তুশ শরীফ জামে মসজিদ ও মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ দৌলতপুর জামে মসজিদে তিনি বয়ান রাখেন।
বয়ানে সাইয়্যিদ হাবিব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ আল মাক্কী বলেন, আল্লাহর রাসূল ও আহলে বায়তের প্রতি মুহাব্বত রাখার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বাত রাখা। কেউ কেউ মুখে মুহাব্বাতের কথা বলেন কিন্তু বাস্তবে তাদের কার্যক্রমে তা পরিলক্ষিত হয় না। তিনি হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কেউ নিজের প্রাণের চেয়েও আল্লাহর নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না।
সাইয়্যিদ আব্দুল্লাহ আল মাক্কী আল্লামা ফুলতলী (র.) এর কথা স্মরণ করে বলেন, তিনি আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বাত রাখতেন। আহলে বায়তদের প্রতি তাঁর ভালবাসা ছিল অকৃত্রিম। তিনি সারাজীবন সুন্নিয়তের প্রচার প্রসারে কাজ করে গেছেন। শমসেরগঞ্জে পরিবারের পক্ষে মো. ফখরুল ইসলাম, হাফিয সাব্বির আহমদ ও মুফতি মাওলানা রুহুল আমিন সাইয়্যিদ সাহেবকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ