রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর কায়েশ চৌধুরী (৩৫) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদ- ও মামলার অপর ২৬ আসামিকে বেকসুর খালাসের রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলোÑ মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মৃত ইমান আলীর দুই ছেলে হাবিবুর রহমান খসরু (পলাতক) (৪৫) ও কামরুজ্জামান কামরু (৪০) এবং মৃত সাইদুর রহমানের ছেলে গোলাম ফারুক তানভীর (৪২)। আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামের মৃত শামছুল হক চৌধুরীর পুত্র কায়েশ চৌধুরীর (৩৫) সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মৃত ইমান আলীর পুত্র হাবিবুর রহমান খসরুর পূর্বশত্রুতা চলে আসছিল। এর জের ধরে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে কায়েশ চৌধুরী তার চাষাবাদের জমি দেখার জন্য বাড়ি থেকে আনুমানিক একশ’ গজ দূরে পাকা ড্রেনের কাছে পৌঁছলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর বল্লম, রামদা, কাতরা, কিরিচ নিয়ে হামলা করে ঘটনাস্থলেই তাকে হত্যা করে। নিহতের বড় ভাই মানিক চৌধুরী বাদি হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে ৮ ফেব্রুয়ারি মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই সালের ৩১ আগস্ট ২৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদ- এবং ২৬ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামছুদ্দিন ইলিয়াস ও রাসেল আহম্মদ খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।