Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হয়েছে। এ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ৫শ টাকার স্থলে ৯শ ৩০ টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয়ের ৮শ শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি বাবাদ অতিরিক্ত ৩ লাখ ৪৪ হাজার টাকা আদায় করা হয়েছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী অভিভাবক গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের তাহাজ্জেদ হোসেন, বিরু মোল্লা, রুহুল আমীন, সুরুজ মোল্লা বলেন, শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে ৫শ টাকা ছাত্র ভর্তি ফি নির্ধারণ করেছে। ছাত্র ভর্তিতে ৫শ টাকার বেশি আদায় করা যাবে না বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তিতে ৫শ টাকার স্থলে ৯শ ৩০ টাকা আদায় করা হয়েছে। আদায়কৃত অতিরিক্ত টাকা প্রধান শিক্ষক এইচএম আশরাফুল আলম আত্মসাৎ করবে বলে শুনেছি। বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম আশরাফুল আলম শিক্ষার্থী ভর্তিতে ৫শ টাকার স্থলে ৯শ ৩০ টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, আমরা শিক্ষার্থীদের ভর্তিতে ৯শ ৩০ টাকা আদায় করে ওই টাকারই রশিদ দিচ্ছি। এরমধ্যে ৪৫০ টাকা সেশন ফি ও ৫০ টাকা ভর্তি বাবদ আদায় করা হয়েছে। এছাড়া স্কাউট, পূজা, মিলাদ, খেলাধুলা, স্কুলের উন্নয়ন, রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থী কল্যাণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ৪শ ৩০ টাকা ভর্তির সময় আদায় করা হয়েছে। ভর্তিতে আদায়কৃত অতিরিক্ত টাকা আত্মসাতের কথা তিনি অস্বীকার করেন। গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ বলেন, ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের কোনো বিধান নেই। বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ৫শ টাকার স্থলে ৯শ ৩০ টাকা আদায় করা হয়েছে বলে অভিভাবকরা আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। তদন্তে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ