Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে কর্মশালা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : জাতীয় ভূমি জোনিং প্রকল্প-এর উদ্যোগে গতকাল বুধবার কাপ্তাই উপজেলা খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উপজেলা রেস্টহাউজে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা জোনিং প্রকল্পের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ভূমি, বন, কৃষি, মৎস্য, ইক্যোটুরিজম, শিল্প কলকাখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জিনিস যাচাইকরণ নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, হেডম্যান, কার্বারী, রেঞ্জ কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মিডিয়াসহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে উপজেলা ভূমি ম্যাপ যাচাইকরণ কর্মশালা সকাল ১০টা হতে দুপুর ১টা পযন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন জাতীয় ভূমি জরিপ প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব শওকত আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আ. লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুরন্নাহার বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ