Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে ওপেন হাউজ ডে

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুর মডেল থানার উদ্যোগে গতকাল বুধবার সকালে কৃষি অফিসের হলরুমের মডেল থানার অফিসার ইনচার্জন মো: মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হামিদুল আলম, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সদর আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার। ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার বলেনÑ মাদক, জুয়া, জেলার যে কোনো সীমানায় হোক না কেন পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করা হবে। অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ সবার উদ্দেশে বলেন, আপনারা মাদক জুয়ার তদবির বাদ দেন। আমরা পুলিশ বাহিনী তৎপর আছি। দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ