Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব শায়েখদের অংশগ্রহণে উত্তরায় জাতীয় ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্ব ইজতেমায় আগত আরব শায়েখদের অংশগ্রহণে বিশ্বজুড়ে নন্দিত ক্বারিদের সমন্বয়ে গতকাল আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরার মসজিদ আয়েশা (রা.) ময়দানে জাতীয় ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিমান হাফেজে কুরআন আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে ক্বিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারি মিজানুর রহমান। এতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারিদের মধ্যে তিলাওয়াত করেন ক্বারি জহিরুল ইসলাম, মাওলানা ক্বারি এ কে এম ফিরোজ, মাওলানা হাফেজ ক্বারি আব্দুল ওয়াদুদ, ক্বারি লিয়াকত হোসাইন, ক্বারি ওয়ালিউল্লাহ বিন ওবায়দুল্লাহ, মাওলানা হাফেজ ক্বারি মাঞ্জুর, ক্বারি ইমরান, মাওলনা ক্বারি আতাউর রহমান, ক্বারি সিদ্দিকুর রহমান, ক্বারি মুসা ও ক্বারি আজীজুল হক।
মাদরাসা ইমাম বোখারীর প্রতিষ্ঠাতা ও উত্তরা মসজিদ আল মাগফিরাহর খতিব মাওলানা মুফতি অহিদুল আলমের পরিচালনায় ক্বিরাত মাহফিলের খ্যাতিমান ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান, ১১ নম্বর সেক্টর বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা এহসান সন্দিপী, উত্তরা বাইতুস সালাম জামে মসজিদের খতিব টিভি আলোচক মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, বড় কাটরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম। ক্বিরাত মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারি মিজানুর রহমান।



 

Show all comments
  • rased ১৮ জানুয়ারি, ২০১৭, ৯:৪৮ এএম says : 0
    আলহামদুলিল্লাহ আমি আনেক খুশি হয়েছি।ক্বিরাত নিয়ে যে লিখা লিখেছ। সবকিছু ভাল লাগলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ