Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ কর্মীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দেবে মালয়েশিয়া

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়া সরকার দেশটি’র বিভিন্ন নিয়োগকারী কোম্পানীর অধীনে কর্মরত অবৈধ প্রবাসী কর্মীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতে সম্মত হয়েছে। এতে কোনো প্রতিষ্ঠানে অবৈধ বিদেশি কর্মী নিয়োজিত থাকলে ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মীকে অব্যাহতভাবে কাজে রাখতে পারেন। ফলে প্রতিষ্ঠান বা কারখানার কর্মকর্তাদের উৎপাদন প্রক্রিয়া বিঘিœত হবে না। মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ সে দেশে অবস্থানরত বিদেশিদের বিষয়ে নজরদারি করতে পারবে। বিদেশি কর্মী ও অবৈধ অভিবাসী বিষয়ক মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে মঙ্গলবার উপ প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি এমন ঘোষণা দেন। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও অনলাইন স্টার পত্রিকা এ খবর দিয়েছে। এতে বলা হয়, সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন উপ প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, এসব কর্মীর জন্য পাস ইস্যু করবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তবে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী  ‘লেভি’ বা কর দিতে হবে। উপ প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি বলেন, আইনগত প্রক্রিয়া যখন অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে সম্পন্ন হবে, তখন অবৈধ কর্মীদের জন্য অস্থায়ী কার্ডের জন্য আবেদন করতে পারবে কোম্পানিগুলো। ওই কমিটিতে মালয়েশিয়ায় কর্মী সঙ্কট সমাধানে চারটি খাতে বিদেশি কর্মীদের কাজ করতে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার পোলট্রি ফার্ম, খনিতে কাজ ও কেয়ারিং, কার্গো  এবং পর্যটন খাতে বিদেশী কর্মীরা কাজ করার সুযোগ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ