Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণকবরের জমি উদ্ধার

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দীর্ঘ ২১ বছর পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনামসজিদ এলাকায় অবস্থিত গণকররের বেদখল হওয়া ২.৮১ একর জমি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনামসজিদের গণকবর। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীকে সাথে নিয়ে গণকবর এলাকায় সরজমিনে উপস্থিত হয়ে সোনামসজিদ এলাকার উত্তর হরিরামপুর মৌজার মোট ২.৮১ একর জমি দখল মুক্ত করে গণকররের আওতায় আনা হয়। যেখানে ৫১ টি বড় আম গাছ স্থানীয় প্রভাবশালী ৭০টি পরিবার ভোগ দখল করে আসছিল। তিনি আরও জানান, গত ১৪ ডিসেম্বর সোনামসজিদ এলাকায় শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে অবস্থানকালে অতীত জানতে গিয়ে গণকররের সংবাদ জানতে পেরে জমিটা খাস না ব্যক্তিগত তা জানার জন্য চেষ্টা করি। পরে স্থানীয়দের অনেকে এ জমিকে ব্যক্তিগত দাবি করলেও সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীকে কাগজপত্র দেখার দায়িত্ব প্রদান করলে তিনি পরের দিন ১৫ ডিসেম্বর জমির কাগজপত্র দেখে নিশ্চিত হন যে গণকররের জমি খাস রয়েছে এবং প্রভাবশালী একটি দল অবৈধভাবে ভোগ দখল করে আসছে। এরপর বিভিন্ন অফিসে চিঠি দেয়ার পর অবশেষে সোমবার বিকেলে ২.৮১ একর জমি দখলমুক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ