Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট বছরেও হয়নি স্ট্যান্ড যাত্রীদের বাড়ছে ক্ষোভ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে জেলা প্রশাসনের উদাসীনতার কারণে ৮ বছরেরও নির্ধারিত জায়গায় কোচ স্ট্যান্ড গড়ে না ওঠায় যাত্রীরা পড়ছে চরম বিড়ম্বনায়। ক্ষোভ বাড়ছে যাত্রীদের মাঝে। প্রতিদিন সৈয়দপুর থেকে হাজার যাত্রী দুরপাল্লার কোচে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। শহরের কয়েকটি স্থানে বিভিন্ন পরিবহনের যাত্রী ওঠানামা করা হচ্ছে। বেশীর ভাগ স্থানে টয়লেট না থাকায় সমস্যায় পড়ছে বেশি মহিলা যাত্রীরা। আর রাতের বেলায় নিরাপত্তা ঝুঁকিতো রয়েছেই। বিশ্ববিদ্যালয় ছাত্র লিটন জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা শহর হতে রাতের কোচগুলো ছেড়ে যায়। ঢাকা যাওয়ার সময় জেনে নিতে হয় কোথায় হতে গাড়িতে উঠবে। নাইট কোচগুলোর নির্ধারিত স্থান না থাকায় এক এক কোম্পানির গাড়িগুলো ভিন্ন ভিন্ন স্থান হয়ে চলাচল করায় যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সৈয়দপুরে একটি মাত্র দুর্ঘটনার জন্য ২০০৯ সালের ২৯ জুন হতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে কোচ চলাচল বন্ধ রয়েছে। রাতে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে, ঝড়-বৃষ্টি ও প্রচন্ড শীতে অবর্ননীয় কষ্ট সহ্য করে যাত্রী উঠানামা করে। নাইট কোচের স্থান নির্ধারিত না হওয়ায় বর্তমানে গাড়িগুলো শহীদ তুলশিরাম রোডের সিঙ্গার শোরুম, ইসলামি ব্যাংক, রংপুর রোডস্থ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন, পানি সরবরাহ কেন্দ্র, স্টেডিয়াম এর সামনে, পার্বতীপুর সড়ক, বাস টার্মিনালের পাশে খালেক পাম্প থেকে যাত্রীরা উঠানামা করছে। নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে অনতিবিলম্বে স্থায়ী কোচ স্টান্ড স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ