রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনিবাগের আগা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের ছনিবাগের আগা এলাকায়। হামলার শিকার আহত হাবিবুর মিয়া জানান, বাড়ির উঠান ঝাড়–র সময় বালু উড়ে যাওয়াকে কেন্দ্র করে অপর প্রতিবেশী টেকনোয়াদ্দা এলাকার আব্দুল বারেক মিয়ার ৪ ছেলে লিটন, আকি মিয়া, রোমান, জাকির ও তৌকিরসহ অজ্ঞাত লোকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে তাকে লাঠিপেটা করতে থাকে। এ সময় ঘরে প্রবেশ করে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও সোনার গহনা ছিনিয়ে নেয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় হাবিবুর রহমান আহত হয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।