রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার বেলহট্টি গ্রামের নিখোঁজ গৃহবধূ রুমানা বেগম (২২)-এর ৫ দিনেও সন্ধান মেলেনি। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বেলহট্টি গ্রামের আলিমুদ্দিন মন্ডলের ছেলে মহাতাব আলী মন্ডল প্রায় ১৪ বছর পূর্বে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী দেওড়া গ্রামের আব্দুর ছাত্তারের মেয়ে রুমানা বেগমের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। দীর্ঘ দিন ঘর-সংসার চলাকালীন তাদের সংসারে এক মেয়ে (১২) ও এক ছেলে (৮) জন্মগ্রহণ করে। গত ১২ জানুয়ারি সকালে রুমানা বেগম পার্শ্ববর্তী বেলাইল গ্রামের খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ছেলে-মেয়েকে রেখেই বাড়ি থেকে বের হয়। পরের দিন বাড়িতে না ফেরায় মহাতাব বেলহালী খালার বাড়িতে গিয়ে রুমানা বেগমের সন্ধান জানতে চাইলে জানানো হয় সে বাড়িতে আসে নাই। এরপর থেকেই মহাতাব মন্ডল তার নিকটতম আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে ৫ দিনেও রুমানা বেগমের সন্ধান পাননি। এ ব্যাপারে মহাতাব মন্ডল গতকাল মঙ্গলবার থানায় মৌখিকভাবে অবগত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।