রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় মহাসড়কের জৈনাবাজার এলাকার আহাম্মদ সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাজীপুর পুলিশ লাইনস্ এলাকার মিজানুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (২৯) ও অজ্ঞাত যুবক (১৭)। মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাক আটক করেছে। মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯০৪৯) আহাম্মদ সিএনজি পাম্পের সামনে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৫৮৫৫) কে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন ও অপরজন হাসপাতালে নেয়ার পথে নিহত হয়।
স্কুল ছাত্রের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ধানক্ষেত থেকে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র হিমেল (১৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন ব্রীজের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের প্রবাসী কাজলের পুত্র। সে তার নানা আবুল হোসেনের বাড়ীতে থেকে ত্রিমোহনী বি.ডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকার লোকজন ব্রীজের পাশে ডোবার পানিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রেফার্ড করেন। শ্রীপুর থানার এস.আই সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।