Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১:০৩ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করেন তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৮-১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ