বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : শফিকুল ইসলাম (৩৮) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে হত্যা করে মালামাল লুট ও লাশ ট্রেন থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেন ছেলে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় পাওয়া গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল জানান, পাসপোর্টের তথ্য অনুযায়ী শফিকুল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েন।
স্থানীয়দের ধারণা, শফিকুল সোমবার রাতে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিদেশ থেকে আনা মালামাল নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে হত্যা করে মালামাল লুট ও লাশ ট্রেন থেকে ফেলে দেয়।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।