Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুপ্রিম কোর্ট চত্বর থেকে মূর্তি অপসারণ ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে -খেলাফত মজলিস

পাঠ্যসূচি আরো সংস্কার করতে হবে

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান হাইকোর্ট অঙ্গনে মূর্তি স্থাপনের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, মহানবী সা: পৃথিবীতে এসেছেন মূর্তি ও বাদ্যযন্ত্রকে ধ্বংস করতে। বাংলাদেশ মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশ।  অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে গ্রিক নারীর মূর্তি স্থাপন এ দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের চেতনা ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। এটা দেশপ্রেমিক তাওহিদী জনতা কখনো বরদাস্ত করবে না। কারণ এ দেশ ও মুসলমানের ঈমান ও সংস্কৃতিতে মূর্তির কোনো স্থান নেই। সুতরাং অবিলম্বে মূর্তি সরাতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় পাঠ্যপুস্তকে ইতিবাচক যে পরিবর্তন হয়েছে তা প্রশংসার দাবি রাখে তবে এজাতীয় আরো অনেক বিষয় পরিবর্তন করা হয়নি যা পরিবর্তন করা আবশ্যক। অন্যথায় জাতীয় পাঠ্যপুস্তক এদেশ ও জাতির কোনো উপকার বয়ে আনবে না। তা থেকে এদেশের কোমলমতি শিক্ষার্থীরা দেশীয় শিক্ষা-সংস্কৃতি তো পাবেই না বরং তাদেরকে বিজাতীয় সংস্কৃতিতে গড়ে তোলা হবে। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুটিকয়েক নাস্তিক ও ধর্মবিরোধী মানসিকতার লোকের কথায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমানের ওপর আঘাত। এটা বন্ধ না করলে সরকারের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না । তিনি ভারতীয় চ্যানেলগুলোর প্রসঙ্গে বলেন, দেশের তরুণ ও যুবসমাজের নৈতিক চরিত্রকে নষ্ট করতে এদেশে স্টার জলসাসহ ভারতের কয়েকটি চ্যানেল আমাদের দেশে চালু রয়েছে, যা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা তা কোনোভাবে এদেশে চলতে দেয়া যায় না। তিনি বলেন, ভারতীয় কুরুচিপূর্ণ মানসিকতায় গড়ে ওঠা কিছু চ্যানেলের মাধ্যমে তাদের আদর্শ ও সমাজব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয়ার তীব্র নিন্দা জানান এবং এগুলো বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা জি এম মেহেরুল্লাহ, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়াসহ নির্বাহী সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ