Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য বিভাগের অভিযানে জাটকা আটক কারেন্ট ও বেহুন্দী জাল ভস্মীভূত

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের সমন্বিত বিশেষ অভিযান কর্মসূচি বেতাগী উপজেলায় রোববার দিবাগত রাতে শেষ হয়েছে। এ কর্মসূচির আওতায়  ২১টি অভিযান ও ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিষখালী নদী থেকে ১২ কেজি ৭শ’ গ্রাম জাটকা, ৫১ হাজার ৫শ’ মিটার অবৈধ কারেন্ট জাল, ৯টি বেহুন্দী ও অন্যান্য আরও ৮টিসহ ৪ জাল যৌথভাবে জব্দ করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) এসএম বদরুজ্জামান ও বেতাগী থানার এসআই হাবীবুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ