Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাদক বিক্রেতার কারাদন্ড

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে চার মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। পরে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন। সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার সোনারগাঁও পৌরসভার নয়ামাটি থেকে কাজী হোসেন (৪২) ও বালুয়া দীঘিরপাড় থেকে মামুন (২৫) এবং কাঁচপুর পুরানবাজার এলাকা থেকে রাকিবকে (২৩) ও জামপুর ইউপির মজহমপুর এলাকা থেকে কাজী সফর আলীকে (৩৩) ইয়াবা ও গাঁজাসহ আটক করে পুলিশ। পরে সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজী হোসেন ও রাকিবকে এক বছর, মামুন ও কাজী সফল আলীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ