রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই-ভাবিকে কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মনি মিয়া ওরফে মনিরুজ্জামান মনির (৩৫) ও কবির মিয়া ওরফে জাহিদ হাসান (২৮) নামের দুই পাষ- ভাই। ঘটনাটি ঘটেছে মাগুরার শালিখা উপজেলা ছান্দড়া গ্রামে। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত নিয়ে জবেদা বেগম (৪৫) ও তার স্বামী আলাউদ্দিন (৫৫)-কে ওই দুই আপন ভাই কয়েক দিন যাবত মারপিটসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই পাষ- ভাই দেশীয় অস্ত্র হাতকুড়াল ও চাপাতি নিয়ে হত্যার পরিকল্পনা করে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী জবেদা বেগমকে অতর্কিতভাবে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের চিৎকারে একই গ্রামের মোছাঃ জুনি খাতুন, রুপালী বেগম, গোপাল গ্রামের মিলটন শিকদার, মোঃ জিহাদি (জারিকারক) জজকোর্ট মাগুরাসহ আরো অনেকেই ঘটনাস্থলে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এসময় ওই দুই দুর্বৃত্ত উদ্ধারকারীদের সামনে হুমকি দিয়ে বলে বিষয়টি নিয়ে থানা পুলিশ করলে এদেরকে জানে মেরে ফেলা হবে। আহত আলাউদ্দিন ও তার স্ত্রীকে গুরুতর আহতাবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা অশঙ্কাজনক। এ ব্যাপারে আহতের শ্যালক আবেদ আলী বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছে। শালিখা থানা এসআই মোঃ নাসিরের সাথে কথা বললে তিনি বলেন, আসামিরা পালিয়ে রয়েছে। তবে যেখানেই থাকুক না কেন আশা করি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে সক্ষক হবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।