Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলজিএসপি প্রকল্পের নলকূপ বিতরণ

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে অতি দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করণের লক্ষে এলজিএসপি প্রকল্পের আওতায় নলকূপ বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-২) আওতায় উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত ইউনিয়রে বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক লক্ষ টাকা করে ৪টি ও ৫০ হাজার টাকার একটি প্রকল্পের মাধ্যমে মোট ৬৩টি নলকূপ, পাইপসহ সরঞ্জামাদি বিতরণ করা হয়। দরিদ্রদের মাঝে নলকূপগুলো তুলে দেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিয়াজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এস.এম আকতারুল ইসলাম, প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মান্নান, আবু সুফিয়ান, হায়দার আলী, সাদেক আলী খান ও লাভলী বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ