রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিশি বৈঠকে প্রতিপক্ষের ভাড়াটে লোকজনের সন্ত্রাসী হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় পৌর শহরের ৮নং ওয়ার্ডের আইডিয়াল স্কুরের সাথে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ঘরে। এ সময় সন্ত্রাসীরা ঘরে কিছু ভাঙচুরও করে। পরে আহতের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকসহ বিভিন্নস্থানে প্রথমিক চিকিৎসা দিয়েছে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজুল ইসলাম জানান, রামগঞ্জ উপজেলার রেহানা আক্তার ও রেহানার স্বামী রায়পুর উপজেলার জামালের সাথে পারিবারিক বিরোধ নিয়ে সন্ধ্যায় তার ঘরের দুই পরিবারকে নিয়ে সালিশি বৈঠক বসেন। সালিশি সিদ্বান্তের আগেই জামাল বয়াতিবাড়ীর ভাড়াটে সন্ত্রাসী ইউসুফ ১০-১৫ জন লোকজন নিয়ে তাঁর ও পরিবারের লোকজনের উপর হামলা করে। এতে সিরাজ ও তার স্ত্রী, মেয়ে ও উপস্থিত কয়েকজনসহ ৬ জন আহত হয়। এ ব্যাপারে জানতে অভিযুক্ত ইউসুফের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি সত্য নয় বলে তিনি মন্তব্য করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উভয় পক্ষকে থানার আসার জন্য বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।