বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ শহরের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) নামে একটি প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার সাইফুল ইসলাম ওরফে সাহেব আলীকে দুর্বৃত্তরা অপহরণ করে দুই লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুরে সাইফুল ইসলাম ওরফে সাহেব আলীকে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর বাজারে পাওয়া যায়। সাইফুল ইসলাম হরণিাকুন্ডু উপজেলার হিজলী গ্রামের ছোলাইমান জোয়ারদারের ছেলে। পরিবারিক সুত্রে জানা গেছে, রোববার বিকাল ৩টার দিকে শহরের গোরস্থান রোডের অফিস থেকে সাইফুল প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে রাখার জন্য বের হন। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে অফিসে ফোন করে জানান, তাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে এখানে ফেলে রেখে যায়। এরপর তিনি নিজেই ফিরে আসেন। অফিসের কেও এই অপহরণের সাথে যুক্ত থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। সাইফুলের বোন মৌসুমি খাতুন ও নানা রইচ বিশ্বাস জানান, রোববার থেকে বহু স্থানে খোজাখুজির কারণে থানায় জিডি করতে পারেনি। এ বিষয়ে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর ঝিনাইদহ অফিসে গেলে কোন কর্মকর্তা মুখ খোলেনি। তাদের ভাষ্য সাইফুল সোমবার বিকালে অক্ষত ভাবে ফিরে এসেছে। এলাকাবাসি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে অফিসের মধ্যেই সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। তারা সাইফুল ফিরে না আসলে ম্যানেজারকে ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।