বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় রায়ের প্রতিক্রিয়ায় আপিলের ইচ্ছা পোষণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন।
নূর হোসেনের বরাত দিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘রায় ঘোষণার পর নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন।'
আর কি কি বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে নূর হোসেনের বক্তব্য তুলে ধরে আইনজীবী বলেন, ‘ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাবো।'
এদিকে রায়ের বিষয়ে আইনজীবী খোকন সাহা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিচারক যা ন্যায় মনে করেছেন, সে রায় দিয়েছেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।