বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার পুলিশ কমিশনারের এক আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারীকে একই পদে গোয়েন্দা-পশ্চিম, খন্দকার রবিউল আরাফাত লেলিনকে গোয়েন্দা-দক্ষিণে, এস. এম. রেজাউল হককে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-গুলশান, সালমান হাসানকে সহকারী পুলিশ কমিশনার ফোর্স, অহিদুজ্জামান নূরকে একই পদে কাউন্টার টেরোরিজমে, জয়ব্রত পালকে সহকারী কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ, মো. নাজমুল হককে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস্, সুমন কান্তি চৌধুরীকে সহকারী পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ, আশরাফউল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-লালবাগ, মিশু বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন, নাঈম-উল-আলমকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ, মো. এলিন চৌধুরীকে পিওএম-পূর্ব, আবির সিদ্দিকী শুভ্রকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম, শচীন মৌলিককে সহকারী পুলিশ কমিশনার অ্যাডমিন-ট্রান্সপোর্ট, সাইদ নাসিরুল্লাহ সহকারী পুলিশ কমিশনার ই এন্ড ডি, মো. আব্দুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, ফাহমিদা আফরিনকে সহকারী পুলিশ কমিশনার লিগ্যাল অ্যাফেয়ার্স, এস. এম. শামীমকে সহকারী পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, মো. রাকিবুল হাসানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, শেখ ইমরান হোসেনকে সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম, কেএম শহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, নিশান চাকমাকে সহকারী পুলিশ কমিশনার কল্যাণ, জাকিয়া নুসরাতকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ও মো. সাইফুল আলম মুজাহিদকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল- মোহাম্মদপুরে বদলি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।