Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বাণিজ্য মেলায় বিকাশ একাউন্ট খুললেই ফ্রি প্রবেশ টিকেট কিনলে ১০০ ভাগ ক্যাশবাক

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাণিজ্য মেলায় মোবাইলে বিকাশ একাউন্ট খুললেই মেলায় প্রবেশের টিকিট ফ্রি পাওয়া যাচ্ছে। এছাড়াও মেলায় আগত দর্শকরা বিকাশ দিয়ে টিকেট কাটলে পাচ্ছেন ১০০ ভাগ ক্যাশব্যাক। মেলার প্রধান ফটকের এক ও দুই নম্বর গেটের সামনে গেলেই চোখে পড়ে ‘বিকাশ একাউন্ট খুললে মেলায় প্রবেশ টিকিট ফ্রি’ লেখা কাউন্টার। সেখানে বিকাশ-এর কর্মীরা মেলায় আগত দর্শনার্থীদের বিকাশ একাউন্ট খুলতে সহায়তা করছেন। এক ও দুই নাম্বার গেটে দর্শনার্থীরা মেলায় প্রবেশের টিকেটও বিকাশ দিয়ে ক্রয় করতে পারছেন। বিকাশ একাউন্ট খোলা সহজ। জাতীয় পরিচপত্র অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মূল ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে থাকলেই বিকাশ একাউন্ট খোলা যায়। তবে ছবি সাথে না থাকলেও কোনো সমস্যা নেই। মেলা ফটকেই ছবি তোলার ব্যবস্থা করেছে বিকাশ কর্তৃপক্ষ। এছাড়া মেলার ভেতরে গ্রাহকদের জন্য টাকা উত্তোলনের জন্য দুটি এজন্ট বুথ রয়েছে। যেখানে মেলায় আগত বিকাশ একাউন্ট রয়েছে এমন দর্শনার্থীরা প্রয়োজন হলে টাকা তুলে নিতে পারছেন। এছাড়া ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, তানিন বাংলাদেশ মার্কেটিং কর্পোরেশান, গ্যাজেট গ্যাং ৭ সহ বেশ কিছু স্টলে কেনাকাটার মুল্য বিকাশ দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ