Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মেলায় সব ফার্নিচারে মূল্যছাড়

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্যছাড় ও উপহার রয়েছে অনেক পণ্যেই। তবে ফার্নিচারের সব ধরনের পণ্যে কিছু না কিছু মূল্যছাড় রয়েছে। মেলায় ফার্নিচারের সব প্যাভিলিয়নে মূল্যছাড়ের খোঁজ-খবর নিতে ভিড় জমিয়েছেন ক্রেতা-দর্শনার্থীরা। বিক্রেতারা জানান, কেনার চাইতে বেশিরভাগ মানুষ এখনও ঘুরে ঘুরে পণ্য দেখছেন। মেলা উপলক্ষে পারটেক্স, হাতিল, নাদিয়া, নাভানা, আলীবাবা ডোর, আকতার, রিগ্যালসহ সব প্যাভিলিয়নের ফার্নিচারে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা উপলক্ষে সব ফার্নিচারে রয়েছে অন্তত ৫-২০ শতাংশ পর্যন্ত ছাড়। মেলায় কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাব কেনার সুযোগও আছে। বিনা সুদে ৩-১৮ মাসের কিস্তিতে বিভিন্ন ধরনের আসবাবপণ্য কেনার সুযোগ দিচ্ছে প্রায় সব প্রতিষ্ঠান। তবে এ জন্য ক্রেতাদের ক্রেডিট কার্ড থাকতে হবে। সব ফার্নিচারে ১২ শতাংশ ছাড়, সেই সঙ্গে প্রতিদিন ক্রেতাদের লটারির মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে আখতার ফার্নিচার। মেলায় এক লাখ টাকার কেনাকাটা করলে কুপন জমা দিয়ে লটারিতে এ পুরস্কার পাওয়া যাবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দুটি প্যাভিলিয়নসহ দেশের সব আউটলেটে এ সুবিধা দেয়া হচ্ছে। এ অফার চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ প্যাভিলিয়নে ২০টি নতুন মডেলের পণ্য প্রদর্শন করা হয়েছে। তাদের এসব আসবাবের নাম দিয়েছে ‘স্মার্ট ফিট ফার্নিচার’। স্মার্ট ফিট ফার্নিচারের মধ্যে সোফা কাম বেড ৬১ হাজার থেকে ৭৫ হাজার টাকা, কেবিনেট কাম বেড ২ লাখ টাকা, চাইল্ড বেড কাম পড়ার টেবিল ৯৭ হাজার টাকা, ওয়াল ডাইনিং টেবিলসহ চেয়ার ৪৯ হাজার ৯৯৩ টাকা ও দুই সিটের সোফার সঙ্গে পাঁচ সিটের সোফা সুবিধা ২৯ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে। পারটেক্সের ফার্নিচারের বিক্রয় ব্যবস্থাপক বলেন, মেলায় ১০-১৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে। এবার মেলায় তারা ৬০ ধরনের নতুন পণ্য নিয়ে এসেছেন। বেডরুম সেট ৪০ হাজার থেকে তিন লাখ টাকা, সোফা সেট ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা, ডাইনিং সেট ৪০ হাজার থেকে দেড় লাখ টাকা। মেলা উপলক্ষে নাভানা ফার্নিচার নতুন দুটি বেডরুম সেট নিয়ে এসেছে। এ ছাড়া অনেক নতুন মডেলের পণ্য পর্যায়ক্রমে আনা হবে। নাভানা সব পণ্যেই ১৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। মেলা ও শোরুমেও একই সুবিধা পাবেন ক্রেতারা। প্রথমবারের মতো ওক কাঠের তৈরি আসবাব মেলায় নিয়ে এসেছে রিগ্যাল ফার্নিচার। প্রাণ-আরএফএল গ্রæপের এ প্রতিষ্ঠানের আগে থেকেই লেমিনেটেড প্লাইউড ও রড আয়রনের ফার্নিচার রয়েছে। মেলায় তাদের সব ফার্নিচারে ১০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। এ ছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী আসবাবপত্র তৈরি করে দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ