Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেয়ার বাজারে সূচক ও লেনদেন বেড়েছে

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৫১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৫ কোটি ৮৩ লাখ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৫৯ কোটি আট লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪২ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫৪ পয়েন্টে এবং ২৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর। রোববার সব থেকে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের শেয়ার। মোট লেনদেনের ১৬ দশমিক ৮৮ শতাংশই ছিল এ খাতের দখলে। দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতের অবদান ১২ দশমিক ৮৬ শতাংশ। মোট লেনদেনে ১২ দশমিক ৭১ শতাংশ অবদান রেখে তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ ছাড়া ব্যাংক খাতের ১০ দশমিক ৪৬ শতাংশ, আর্থিক খাতের ৯ দশমকি ৮৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ৯ দশমিক শূন্য ২ শতাংশ, বিবিধ খাতের ৭ দশমিক শূন্য ২৩ শতাংশ অবদান রয়েছে। বাকি সব খাতের মোট অবদান ৫ শতাংশেরও নিচে।
এ ছাড়া টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়া, জিপিএইচ ইস্পাত, অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ফার্মা এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
অন্য দিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১০৬ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২৮ কোটি ৪০ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৫৭ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৩টির এবং কোনো পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড এবং এবি ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ