Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

শার্শা ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা!

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালামের মোবাইল ফোন নাম্বার ক্লোন করে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র শার্শা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ব্যবহৃত ০১৭৪৭-৯৯০০১৮ নম্বরের মোবাইল ফোন ক্লোন করে শার্শার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোন করে টিআর, কাবিখা সংক্রান্ত বিভিন্ন বরাদ্দ-উপবরাদ্দ প্রদানের ভুয়া আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে। চেয়ারম্যানদের নাম্বারে ফোন করে বলা হচ্ছে ‘আমি ইউএনও বলছি। আপনার নামে ৩০০ টন টিআর, কাবিখার বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। এটা নিয়ে আপনি দ্রুত আমার নাম্বারে (আরেকটি নাম্বার) বিকাশ করে পাঁচ হাজার টাকা পাঠান।’ শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছেন। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, কেউ এই ধরনের প্রতারণার শিকার হলে তিনি যেন দ্রুত প্রশাসনকে অবহিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ