Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : বড়াইগ্রাম পৌর সদরের বড়াইগ্রাম মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করে ৬ কিলোমিটার দুরে মৌখাড়া ইসলামিয়া মহিলা কলেজে স্থানান্তরের প্রতিবাদে ও কেন্দ্র পুনর্বহালের দাবীতে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল রবিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনকালে জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম রনি পারভেজ আলম, জেলা পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য আবুল কালাম জোয়ার্দার, বড়াইগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ও হেলেনা বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহমেদ সুজাব মির্জা, জাসদ ছাত্রলীগের জেলা আহ্বায়ক মিঠুন নন্দী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা গত ১০ বছর যাবৎ বহাল থাকা কেন্দ্র বিনা কারণে আকস্মিকভাবে স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা পূণবর্হালের আলটিমেটাম দেন। অন্যথায় যে কোন কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ