Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে দুর্বৃত্তদের নাশকতায় নির্ঘুম রাত কাটে এলাকাবাসীর

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তি পৌর সভার দু’ গ্রামে গত ২ সপ্তাহ যাবৎ বিভিন্ন বাড়িতে রাতের আঁধারে নাশকতার ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ৪নং ওয়ার্ডের নাওড়া ও সোনাপুর গ্রামে রাতের আঁধারে একের পর এক দুর্বৃত্তরা বেশ ক’টি খড়ের গাঁদায় আগুন দিয়েছে এবং কয়েকটি পরিবারের বিদ্যুতের মিটার ভেঙে ফেলেছে। কে বা কারা এ নাশকতা চালাচ্ছে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। শাহরাস্তি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কেউ এ পর্যন্ত আটক হয়নি। ফলে নাশকতাও থেমে থাকেনি। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে নাওড়া গ্রামের মো. আবুল কালামের নতুন বাড়িতে ৬টি খড়ের গাঁদায় আগুন দেয়ার মাধ্যমে নাশকতা শুরু হয়। এরপর সোনাপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে আব্দুল হালিমের বসতঘরে ৩ জানুয়ারি সোনাপুর ছৈয়াল বাড়ির মৃত আলী আহমেদের ছেলে মো. ইমাম হোসেনের ও তার ছোট ভাই হেদায়েত উল্লার খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। ৪ জানুয়ারি রাত ১১টায় সোনাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি রাত ১১টায় সোনাপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আলী আহমেদের  ছেলে মো. মোস্তফা কামালের ১টি খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। ওই রাতে একই বাড়ির সুলতান হাজীর ১টি খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। ৭ জানুয়ারি সোনাপুর গ্রামের হাজী বাড়ি মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ইউছুফের ১টি খড়ের গাঁদায় আগুন দেয়া হয়। ৮ জানুয়ারি সোনাপুর গ্রামের সোবহান গাজি বাড়ির আব্দুল মতিনের ছেলে জসিম উদ্দিনের রান্না ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় সোনাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেনের ১টি খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় সাড়ে ৬টায় সোনাপুর পাটওয়ারী বাড়ির দেলোয়ার হোসেনের ১টি খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। সর্বশেষ ১১ জানুয়ারি রাতে সোনাপুর গ্রামের কালাম মিস্ত্রির ১টি খড়ের গাঁদায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এভাবে একের পর এক খড়ের গাঁদায় ও বাড়ি ঘরে আগুন দেয়া সহ নানা নাশকতার ঘটনায় গ্রামবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে। অধিকাংশ মানুষ এখন নাশকতার ভয়ে আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সোনাপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুল হালিম জানান, আমরা চরম উৎকণ্ঠার মাঝে রাত যাপন করছি। রাতের বেলা চুরি, বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলা, দোকানে আগুন, খড়ের গাঁদায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের আরেক সদস্য জরিনা বেগম জানান, আমরা রাতের বেলায় ঘুমাতে পারছি না। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা অনেক ভয়ের মাঝে আছি। রাতের বেলায় যেভাবে আগুন দেয়ার ঘটনা ঘটছে এ নিয়ে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরো জানান, এভাবে খড়ের গাঁদায় আগুন দেয়ার কারণে এলাকায় গো খাদ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, যারা এসব নাশকতার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। পুলিশ এ ব্যাপারে বেশ তৎপর। পাশাপাশি এলাকার সকল শ্রেণির মানুষদের নিয়ে জনসচেতনতামূলক সভা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ