রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে কলেজ শিক্ষক মোশাররফ হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের কানাইখালি এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, হায়দার আলীসহ অন্যান্য শিক্ষকরা। এসময় তারা বলেন, দিনে দুপুরে একজন মানুষ গড়ার কারিগরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে জেলার শিক্ষকরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। অবিলম্বে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান শিক্ষকরা। অন্যথায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দেন তারা। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনখুটি এলাকায় ছিনতাইকারীরা গুলি করে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।