রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত কাচামাল ব্যবসায়ী শফিক (৪০) এর বাড়ী লালমনিরহাট জেলায় বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার ভোররাতে লালমনিরহাট থেকে কাঁচামরিচ বোঝাই একটি পিকআপ ভ্যান রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হয়। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত ব্যবসায়ী শফিক লালমনিরহাট জেলার চাপারহাটের সাবের উদ্দিনের পুত্র। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শফিকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আঃ আলেক (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছে অন্তত ২৫ জন গার্মেন্টের শ্রমিক। শনিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলেক টেকপাড়া গ্রামের আঃ সালামের ছেলে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, শনিবার রাত ৯টায় রূপগঞ্জের ভুলতা এলাকার একটি গার্মেন্টের শ্রমিকবাহী গাড়ি (যার নং ঢাকা মেট্রো জ-১১-১১১২) আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে শ্রমিক নিয়ে ভুলতায় যাওয়ার পথে টেকপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আলেক নামের এক পথচারী নিহত হন। ঘটনার সময় গাড়িতে থাকা ২৫ জন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাধবদী ও ভুলতা হাসপাতালে ভর্তি করেন। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা পথচারীর লাশ উদ্ধার করে। চালক পলাতক। গাড়িটি আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহত আলেক স্থানীয় দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।